Truth is like a surgery. It hurts but cures. Lie is like a pain killer. It gives instant relief but has side effects forever.
Wednesday, October 25, 2017
Mufti, Mawlana Abdullah Al Masud on women in Islam
ঢাকার 'জামিয়া শারইয়্যাহ মালিবাগ' মাদ্রাসার দাওরায়ে হাদিসের (মাস্টার্স) ক্লাস - ২০০৩
-
অামাদের ক্লাস চলছিল, হুজুর খুব অামুদে। হাদিসের ক্লাসে স্ত্রী-সহবাসের হাদিস পড়ানো হচ্ছিল অামাদেরকে, স্বামী বিছানায় ডাকলে স্ত্রী যদি সাড়া না দেয় তাহলে স্ত্রীকে জোর করে 'কাম করা জায়েজ' - এই মাসঅালা পড়াচ্ছিলেন হুজুর। (অসুস্থতাজনিত কারণ ছাড়া) স্বামীকে দেহ না দিলে স্ত্রীর উপর সারারাত ফেরেশতারা অভিসম্পাত বর্ষণ করে, সে হাদিসও পড়ছিলাম। প্রসঙ্গক্রমে হুজুর বললেন - তিনি নিজেও এ ঘটনার ভিকটিম (?), তার স্ত্রী একরাতে হুজুরকে দিতে চাইছিল না; অবশেষে হুজুর স্ত্রীকে খাটের সাথে দড়ি দিয়ে বেঁধে সারারাত 'কাম' করলেন।
হুজুরের খাটে বেঁধে মুজামাঅাত (সহবাস) করার গল্প খুব মজা করে সবাই অালোচনা করতো। ক্লাসমেটরা সবাই দড়ি দিয়ে কিভাবে স্ত্রীকে বাঁধা যায় তা নিয়ে হাস্যরসে ডুবতো। প্রায় সবাই বলতো - 'অামিও বাইন্ধা কাম করুম!'
অামি হুজুরের 'বাইন্ধা কাম করার' থিওরির সাথে তখনো একমত হতে পারিনি। হুজুর অামার শিক্ষক, তার নামটা বললাম না। অামার প্রতিবাদ ব্যক্তির বিপক্ষে নয়, অামার প্রতিবাদ ইসলামি ভোগবাদিতা ও ধর্ষণতন্ত্রের বিরুদ্ধে।
ufti, Mawlana Abdullah Al Masud
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment